কাঠের আধুনিক বিকল্প পার্টিকেল বোর্ড


আমাদের দৈনন্দিন জীবনে নানাভাবে কাঠের ব্যবহার হয়ে আসছে। জ্বালানী থেকে শুরু করে বাড়ী-ঘরের দরোজা, জানালা ও আসবাবপত্রে কাঠের প্রচুর ব্যবহার হয়, এছাড়াও আছে আরও নানামুখী ব্যবহার। এইভাবে অতি মাত্রায় কাঠ ব্যবহারের ফলে বনভূমি উজাড় হয়ে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, ফলে মানুষ তথা প্রাণিকুল হুমকির মুখে পড়ছে। এর হাত থেকে বাঁচতে হলে বনভূমি রক্ষা করতে হবে তথা কাঠের বিকল্প খুঁজে বের করতে হবে, আর এ ক্ষেত্রে দারুণ সহায়ক হতে পারে ”পার্টিকেল বোর্ড”। বিশেষ করে ঘরের দরোজা জানালা আসবাবে পার্টিকেল বোর্ড ব্যবহার করা যেতে পারে।

পাটখড়ি ও গাছের অব্যবহৃত অংশ (কাঠখড়ি) দিয়ে পার্টিকেল বোর্ড তৈরি হয়। তবে পার্টিকেল বোর্ডের মিলগুলোতে ব্যাপক হারে পাটখড়ি ব্যবহার করা হয়। অথচ এই পাটখড়ি জ্বালানী ও ঘরের বেড়া-মাচা ছাড়া আর কোনো কাজে ক্যবহ্রত হতো না, পচে নষ্ট হতো। পার্টিকেল বোর্ডের উপর গাছের পাতলা ভিনিয়ার ব্যবহার করার ফলে এই বোর্ড কাঠের বিকল্প হিসেবে পর্যাপ্ত ব্যবহৃত হচ্ছে। এতে ঘুন ধরে না ও পোকায় কাটে না। পার্টিকেল বোর্ড একাদিকে যেমন বনভূমি রক্ষা করছে, আবার অন্যদিকে বিকল্প হিসাবে ব্যাপক হারে কাঠের চাহিদাও মেটাচ্ছে।

0