বাড়ী বানাতে যত প্রকার নির্মাণ শ্রমিক


নির্মাণ শ্রমিক বলতে অধিকাংশ লোক সাধারণত রাজমিস্ত্রীকেই বুঝে থাকে, কিন্তু বিষয়টি একেবারেই তা নয়। বাড়ী বানাতে অনেক ধরনের মিস্ত্রীর অংশগ্রহণ লাগে। সেই সকল প্রকার মিস্ত্রীদেরকে এক কথায় বলা যেতে পারে নির্মাণ মিস্ত্রী বা নির্মাণ শ্রমিক। সেইসব শ্রমিকদের মধ্যে সয়েল টেস্ট মিস্ত্রী, পাইলমিস্ত্রী, রাজমিস্ত্রী, রডমিস্ত্রী, স্যানিটারিমিস্ত্রী, থাইমিস্ত্রী, টাইলসমিস্ত্রী, কাঠমিস্ত্রী, রংমিস্ত্রী, ইলেক্ট্রিশিয়ান(ইলেকট্রিক মিস্ত্রী) ইত্যাদি। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা কাজ।

১. রাজমিস্ত্রীকে বলা হয় বাড়ী নিমার্ণের প্রধান মিস্ত্রী। ইট-সিমেন্ট-খোয়া-বালি সংক্রান্ত যত কাজ তা করে রাজমিস্ত্রী, স্থাপনাটি গড়ে ওঠে তাদের হাতেই।
২. কিন্তু তারও আগে মিস্ত্রীদের কাজ সর্বপ্রথম শুরু হয় সয়েল টেস্ট বা মাটি পরীক্ষার মধ্য দিয়ে। এখানে ইঞ্জিনিয়ারের পাশাপাশি সয়েল টেস্ট মিস্ত্রীরাই কাজটি সমাধান করে থাকে। পরে ল্যাবে পরীক্ষাটি হয়।
৩. এরপর সয়েল টেস্টের রিপোর্ট পাওয়ার পর পাইলমিস্ত্রীর কাজ শুরু হয়। তারা পাইল তৈরি, রডের খাঁচা বানানো, ঢালাই ও বোরিংয়ের কাজগুলো করে।
৪. আরও একটা গ্রæপ আছে তাদের বলা হয় পাইল ব্রেকার। পাইল ব্রেকারদের কাজ হলো পাইল শেষে নির্দিষ্ট দিন পর মাটি কেটে পাইলের মাথা বের করা ও তা ভেঙে ফেলা।
৫. রডমিস্ত্রীর কাজ হলো রড কাটা, বাঁকানো, বাইন্ডিং, সঠিক জায়গায় স্থাপন ও সাটারিং।
৬. স্যানিটারিমিস্ত্রীকে প্লাম্বিংমিস্ত্রীও বলা হয়। তাদের কাজ হলো পানির যত পাইপলাইন, বেসিন, বাথটাব, কমোট এসব স্থাপন করা।
৭. আর এলুমিনিয়াম সংক্রান্ত যত কাজ তা করে থাইমিস্ত্রী। ফ্রেম বানানো, ফ্রেমে গøাস বসানো ও হুইল সেটিং তাদের কাজ।
৮. টাইলসমিস্ত্রীর কাজ হলো ঘরের মেঝে, দেয়াল এবং প্রয়োজন অনুসারে অন্যত্রও টাইলস বসানো। ফ্লোর মোজাইকও আজকাল তারাই করে থাকে।
৯. কাঠমিস্ত্রীর কাজ ঘরে কাঠ সংক্রান্ত যত কাজ সব। দরোজা, জানালা, চৌকাঠ, তাক ও ফার্নিচার বানানো তাদের কাজ।
১০. রংমিস্ত্রীর কাজ ঘর রং করা। ময়লা থাকলে ময়লা তুলে দেয়াল, কলাম ও ছাদে রং লাগানোই তাদের কাজ।
১১. ইলেক্ট্রিকমিস্ত্রীর কাজ বৈদ্যুতি খুঁটি ও মিটার থেকে তারের লাইন টানা, সুইচবোর্ড স্থাপন, নেট ওয়ার্কিং ও সংযোগ স্থাপন।

তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র রাজমিস্ত্রী নয়, অনেক ধরনের মিস্ত্রী বাড়ী বানাতে প্রয়োজন হয় এবং প্রত্যেকেরই একেবারেই আলাদা আলাদা কাজ। এক মিস্ত্রীকে দিয়ে অন্য মিস্ত্রীর কাজ চলে না। বা কোনো একজনকে বাদ দিয়েও ভবন নির্মাণ সম্ভব না।

0