প্রথম এনআরবি নন রেসিডেন্স বাংলাদেশ ইঞ্জিনিয়ারস কনভেনশন ‘কন ২০১৯’ অনুষ্ঠিত
ইকোনমিক রিলেশন্স ডিভিশন (ইআরডি), এ টু আই এবং ব্রিজ টু বাংলাদেশ- যৌথভাবে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত স্বনামখ্যাত ইঞ্জিনিয়ারদের নিয়ে প্রথমবারের মত আয়োজন করে ‘কন ২০১৯’। এনআরবি ইঞ্জিনিয়ারদের নিয়ে আয়োজিত দুই দিন ব্যাপী (২৬-২৭ ফেব্রুয়ারি ২০১৯) এই আয়োজন অনুষ্ঠিত হয় সোনারগাঁ প্যানপ্যাসিফিক হোটেলে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এ কনভেনশনের উদ্বোধন করেন। এছাড়াও এ কনভেনশনে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা-সহ সংশ্লিষ্ট আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ার । উদ্বোধনী বক্তব্যে প্রধান মন্ত্রী বলেন, ‘ইন্ড্রাস্ট্রিয়ালাইজেশন এবং বিনিয়োগ বাংলাদেশের জন্য ভীষণ প্রয়োজন, শুধুমাত্র বিদেশি বিনিয়োগই নয়, আমাদের যারা বিদেশে কর্মরত এক্সপারটিজ আছেন তাদেরও ইনভেস্ট করা উচিত। যদিও আপনারা বিদেশ থেকে এসেছেন কিন্তু আপনাদের শেকড় বাংলাদেশের কোনো না কোনো গ্রামে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের শেকড় খোঁজেন এবং কীভাবে আপনাদের এলাকার উন্নয়ন করবেন তা নিয়ে ভাবেন।’
কনভেনশনে বিভিন্ন বিষয় নিয়ে একাধিক সেমিনার অনুষ্ঠিত হয়, যেমন: এনাবিলির ইনভায়রনমেন্ট ইন বাংলাদেশ ফর এনআরবি, সোর্স কানেক্টেড গভারমেন্ট, ইনোভেশন এন্ড এন্টারপ্রাইওনিয়রশিপ ফর দি ফোরথ্ ইন্ড্রাস্ট্রিয়াল রেভুলেশ্যান মর্ডনাইজিং ট্র্যান্সপোর্টেশন টু অপটোমাইজ লজিস্টিক্স, স্মার্ট সাসটেইনেবল ডেভেলপমেন্ট, এন্টারপ্রাইওনিয়া শিপ ইন হাইটেক ইন্ড্রাস্ট্রি, স্মার্ট এনার্জি-দি ফাউন্ডেশন ফর ন্যাশনাল গ্রোথ, ডেভেলপিং স্কিলস ফর দি এজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইনোভেশন ইন ইনফ্রাস্ট্রাকশন ডেভেলপমেন্ট। প্রতিটি বিষয়গুলোর উপর প্রাণবন্ত আলোচনা হয় যেখানে বিশেষজ্ঞরা তাঁদের নিজস্ব মূল্যবান বক্তব্য তুলে ধরেন।
0