প্রস্তাবিত আইকনিক টাওয়ার
পদ্মপাতার ছাউনির মত দেখতে পৃথিবীর ২য় বৃহত্তম ১৪২ তলা বিশিষ্ট নান্দনিক ভবন তৈরি হবে বাংলাদেশের রাজধানী ঢাকায় । ঢাকার পূর্বাচলে ১৯ নং সেক্টরে ২১ নং রোডে ৭০ একর জায়গা জুড়ে ভবনটিতে থাকবে আধুনিক সময় উপযোগী নানাবিধ স্থাপনা। এছাড়াও থাকবে একটি সেভেন স্টার হোটেল, সর্বাধুনিক শপিংমল, হাসপাতাল, একটি নার্সিং কলেজ, গলফ ক্লাব, সুইমিং পুল, স্পোর্টস স্টেডিয়াম এবং আবাসিক ভবন-সহ ৯ টি প্রকল্প। যুক্তরাষ্ট্র-ভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান কেপিসি’র আর্থিক বিনিয়োগে তৈরি হবে এটি।
কেপিসি গ্রুপের কর্ণধার কালী প্রতিম চৌধুরী বাংলাদেশের সিলেটের সন্তান। তিনি দেশের টানে দেশের জন্যে কিছু করার অভিপ্রায়ে তাঁর নিজ প্রতিষ্ঠানের উদ্যোগে এই ব্যয়বহুল প্রকল্পটি করতে আগ্রহী। তিনি প্রকল্পটি করার উদ্দেশ্যে ৩৪ বার বাংলাদেশে এসেছেন। বাংলাদেশ সরকারের সঙ্গে অনেক বার আলোচনাও হয়েছে। উল্লেখ্য প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ বিলিয়ন ডলার বা বাংলাদেশী টাকায় ৩২ হাজার কোটি টাকা। যার পুরো টাকাই যোগান দেবে কেপিসি গ্রুপ। ভবনটি নির্মিত হলে এটাই হবে বাংলাদেশের প্রথম সর্বোচ্চ ও সর্বাধুনিক নান্দনিক ভবন। প্রস্তাবিত এ ভবনটির নামকরণ করা হয়েছে ’আইকনিক টাওয়ার’।
এসব ছাড়াও প্রস্তাবিত এ ভবনটির মধ্যে থাকবে বড় এবং প্রশস্ত লবি এরিয়া, এক্সিবিশন হল, ৫০০০ আসনের কনফারেন্স হল, এক সঙ্গে ১৫০০ লোকের আসন সমৃদ্ধ ডাইনিং হল, ভিন্ন ভিন্ন আয়তনের একাধিক সেমিনার ও মিটিং রুম, এছাড়াও থাকবে একটি থিয়েটার হল।
0