রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিটের কোর ক্যাচার স্থাপন


শীঘ্রই দ্বিতীয় ইউনিটের কোর ক্যাচার স্থাপনের কাজ শুরু হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কোর ক্যাচার স্থাপনের অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে রাশিয়া থেকে ৭৫০ মেট্রিক টনের কোর ক্যাচারটি পাবনার রূপপুরে এসে পৌঁছেছে। এখন ক্যাচারটি স্থাপনের কাজ দ্রুত শুরু হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেশার ভেসেলের নীচে ৭৫০ মেট্রিক টন ওজনের আচ্ছাদনই হলো মোল্টেন কোর ক্যাচার। কোনো প্রকার দুর্ঘটনায় যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টরের ভিতরের অংশ গলে বা পুড়ে যায় তবে এই মোল্টেন কোর ক্যাচার উচ্চতাপমাত্রার তেজস্ক্রিয়া রিঅ্যাক্টর ভবনের বাইরে বেরুতে পারবে না। এর আগে শুধু রাশিয়ার নভোভরেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এটি ব্যবহার করা হয়েছে।

0