সাইটের রড সংরক্ষণ পদ্ধতি
* রডের নীচে অবশ্যই কাঠ বা বাঁশ রেখে তার উপর রাখতে হবে। কিছুতেই ভেজা ও স্যাঁতস্যাঁতে জায়গায় রাখা যাবে না।
* এক মাসের বেশি খোলা জায়গায় রাখা যাবে না।
* মরিচা যাতে না পড়ে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে।
* যদি কোনো কারণে এক মাসের বেশি খোলা জায়গায় রাখার প্রয়োজন হয়, তাহলে সিমেন্ট-পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
* যদি অল্প মরিচা পড়ে তাহলে ব্যবহারের আগে পরিষ্কার করে নিতে হবে।
* রড পরিষ্কারে কোনো ধরনের তৈলাক্ত উপকরণ ব্যবহার করা যাবে না।
0