ঢাকার বাজার ধরতে নতুন সিমেন্ট কারখানা নির্মাণ করছে কনফিডেন্স গ্রুপ


ঢাকার বাজার ধরতে নতুন সিমেন্ট কারখানা নির্মাণ করছে কনফিডেন্স গ্রুপ

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের নতুন কারখানা নির্মাণ করা হচ্ছে। ১৮ লাখ টন বার্ষিক উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই প্ল্যান্টটি আগামী বছরের তৃতীয় প্রান্তিকে উৎপাদনে যাবে বলে আশা করছেন সংস্থাটির কর্মকর্তারা।

বাংলাদেশের অন্যতম বৃহত্তম সংস্থা কনফিডেন্স গ্রুপ রাজধানী ঢাকার কাছে একটি নতুন সিমেন্ট কারখানা নির্মাণে ৮১৫ কোটি টাকা বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। এই বিনিয়গের উদ্দেশ্য, কোম্পানির ব্যবসা সম্প্রসারণের পাশপাশি ঢাকা-কেন্দ্রিক সিমেন্টের বাজার দখল করা।

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের নতুন কারখানা নির্মাণ করা হচ্ছে। ১৮ লাখ টন বার্ষিক উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই প্ল্যান্টটি আগামী বছরের তৃতীয় প্রান্তিকে উৎপাদনে যাবে বলে আশা করছেন সংস্থাটির কর্মকর্তারা।

১৯৯১ সালে প্রতিষ্ঠার পর থেকে মিড-টেক ইঞ্জিনিয়ারিং পণ্য তৈরির সাথে জড়িত এই গ্রুপ। এর অঙ্গপ্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের চট্টগ্রামের সিমেন্ট বাজারের একটি বড় অংশের ওপর দখল রয়েছে।

কনফিডেন্স সিমেন্টের ভাইস-চেয়ারম্যান ইমরান করিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “চট্টগ্রামের সিমেন্ট মার্কেটে আমাদের শক্তিশালী উপস্থিতি রয়েছে, তবে ঢাকাভিত্তিক বাজারে সেটি নেই। ঢাকা ও এর আশপাশের বাজারে আমাদের উপস্থিতি বাড়াতে এই নতুন কারখানা স্থাপন করা হচ্ছে।”

সংস্থাটির পরিকল্পনা অনুযায়ী, কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের ফ্যাক্টরিতে মোট প্রাক্কলিত ব্যয়ের ৭০ শতাংশের যোগান আসবে ঋণ থেকে এবং বাকি ৩০ শতাংশের ইক্যুইটি থেকে। অর্থাৎ, নতুন বিনিয়োগের জন্য ব্যাংক ব্যবস্থা থেকে ৫৭০.৭০ কোটি টাকা ঋণ নেবে গ্রুপটি। ১৮ মাস মরাটরিয়াম পিরিয়ডসহ এই ঋণের মেয়াদ হবে সাড়ে ৭ বছর।

কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডকে সিন্ডিকেশনের মাধ্যমে ঋণ দেবে ব্যাংকগুলো; এই সিন্ডিকেশনের নেতৃত্বে থাকবে (লিড দেবে) ব্যাংক প্রাইম ব্যাংক লিমিটেড।

রাষ্ট্রায়াত্ত্ব সোনালী ব্যাংক ইতোমধ্যে সিন্ডিকেটের সদস্য হিসাবে ১৫০ কোটি টাকা ঋণ প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। গতমাসে অনুষ্ঠিত বোর্ড সভায় এই প্রস্তাব অনুমোদন করেছে ব্যাংকটি।

আরও কয়েকটি ব্যাংক বাকি অর্থের যোগান দেবে, তবে কোন কোন ব্যাংক কী পরিমাণ অর্থায়ন করবে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

আরো পড়ুনঃমাতারবাড়ী থেকে ড্রাই অ্যাশ কিনবে ক্রাউন সিমেন্ট

0