স্ক্যান সিমেন্টের নতুন সংযোজন ‘স্ক্যান মাল্টি পারপাস সিমেন্ট’
স্ক্যান সিমেন্টের নতুন সংযোজন ‘স্ক্যান মাল্টি পারপাস সিমেন্ট’
জার্মান বহুজাতিক সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান হাইডেলবার্গ সিমেন্ট সম্প্রতি তাদের ব্র্যান্ড স্ক্যান সিমেন্টের নতুন একটি ক্যাটাগরি ‘মাল্টি পারপাস সিমেন্ট’ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এখন থেকে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট (ওপিসি) ও পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্টের (পিসিসি) পাশাপাশি তাদের এ মাল্টি পারপাস সিমেন্ট (এমপিসি) বাজারে পাওয়া যাবে।
মাল্টি পারপাস সিমেন্ট মূলত সর্বাধুনিক প্রযুক্তি ও বিশ্বমানের কাঁচামাল ব্যবহার করে প্রস্তুতকৃত উন্নত গুণগত মানসম্পন্ন এবং যথাযথ শক্তি দিতে সক্ষম একটি কার্যকরী সিমেন্ট, যা স্থাপনার ফাউন্ডেশন, ঢালাই, বিম, কলাম, প্লাস্টার ইত্যাদি সব কাজে ব্যবহারের জন্য একটি স্মার্ট সমাধান। মাল্টি পারপাস সিমেন্টের স্ট্রেন্থ ৪২ দশমিক ৫ এমপিএ থেকে ৬২ দশমিক ৫ এমপিএ পর্যন্ত হওয়ার কারণে এটি সার্বিকভাবে পিসিসি সিমেন্টের সমতুল্য ও এটি কংক্রিটকে দীর্ঘমেয়াদে পিসিসি থেকে অধিক শক্তি দিতে সক্ষম।