কর্ণফুলি টানেল


বাংলাদেশে এই প্রথম নদীর তলদেশ দিয়ে টানেল তৈরি হচ্ছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও চীনের রাষ্ট্রপতি শিন জিং পিং ২০১৬ সালে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিতব্য টানেল প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন। চট্টগ্রাম এয়ারপোর্র্ট থেকে কর্ণফুলী নদীর দুই কিলোমিটার ভাটির দিকে টানেলটি নির্মিত হচ্ছে। নদীর তলদেশ দিয়ে চার লেনের দুটি টিউব বিশিষ্ট টানেলটির দৈর্ঘ্য হবে ৩.৪ কিলোমিটার।

টানেলের পূর্ব ও পশ্চিম প্রান্তে ৫.৩৫ কিলোমিটার এ্যাপ্রোচ রোড এবং ৭২৭ মিটার লম্বা ওভারব্রিজ তৈরি হবে, যা চট্টগ্রাম সিটি ও আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করবে। প্রকল্পটির দৈর্র্ঘ ৯২৬৫.৯৭১ মিটার। টানেল প্রকল্পে দুটি ফ্লাইওভার থাকবে যার দৈর্ঘ্য হবে ৯২০ মিটার।
ডুয়েল টু-লেন টাইপের হবে দেশের ১ম নির্মিতব্য টানেলটি এবং নির্মাণ পদ্ধতি হবে “শিল্ড ড্রাইভেন মেথড”। দেশের প্রথম এই উচ্চক্ষমতা শক্তিসম্পন্ন কারিগরি কাজ, বিধায় ধীরে-সুস্থে প্রস্ততি নিয়ে অনেক সতর্কতার সাথে কাজটি করতে হচ্ছে বলে এখন পর্যন্ত মাত্র ৩০% কাজ শেষ হয়েছে।
২৪ফেব্রুয়ারি প্রধান মন্ত্রী শেখ হাসিনা টানেলের খনন কাজের উদ্বোধন করেছেন। এই টানেল প্রকল্পের কাজ আগামী ২০২২ সাল নাগাদ কাজ শেষ হবে।

0