রঙেই রঙিন ঘর ও মন
আগে সবাই সাধারণত করতো কি একটা বাড়ী বানিয়ে সাদামাটা একটা রঙ করাতো। বাড়ীর বাইরে পুরোটাতে একটা রঙ, আর ভেতরটাতে আর একটা রঙÑমোট দুটো মাত্র রঙ ব্যবহার করা হতো। বাইরেরটায় হলদেটে কোনো রঙ, আর ভেতরটার রঙ হতো সাদাটে। তারও আগে যা করা হতো তাকে রঙ করানো না বলে বলা হতো চুনকাম করা। চুন আর খড়িমাটি একসাথে পানিতে গুলিয়ে তাতে সামান্য নীল ও আঠা মিশিয়ে দেয়ালে পোঁচ টানা হতো। কিন্তু এখন সে-সব অতীত। যুগ পাল্টেছে, পাল্টে
গেছে মানুষের রুচি ও সৌন্দযর্ বোধ। চোখের সৌন্দর্যের বাইরেও ঘরের রঙ আমাদের আবেগ ও আচরণে গভীর প্রভাব ফেলে, মনে প্রশান্তি এনে দেয়।
এত কষ্টের দামে যে বাড়ীটা বানানো হলো সেই বাড়ীটার আসল সৌন্দর্য ফুটে ওঠে রঙ করার পর। বাড়ীর ভিতরে ও বাইরে নানান রঙ ব্যবহার করা হয়ে থাকে। গেস্ট রুম, ড্রইং রুম, বেড রুম, কিচেন, ডাইনিং সব জায়গায় পছন্দমত আলাদা আলাদা রঙ ব্যবহারের রেওয়াজ চলছে এখন। বাইরেও দেয়ালে ও কার্নিশে আলাদা আলাদা রঙ করা হয় আজকাল। বিভিন্ন কোম্পানি এ সুযোগ সৃষ্টি করেছে. কেউ তার পছন্দ মতো কোনো রঙের ফরমায়েশ দিলে খুব অল্প সময়েই তারা হুবুহু সেই রঙটি বানিয়ে দিতে সক্ষম। বাংলাদেশে বর্তমানে ব্র্যান্ডেড রঙের কোম্পানি প্রায় ১৫টি।
0