নিরাপদ ও টেকসই নির্মাণপ্রযুক্তি পণ্যের প্রদর্শনী


তিনদিন ব্যাপী (২৮-৩০ মার্চ) টেকসই ও নিরাপদ নির্মাণপ্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ‘সেইফকন ২০১৯’ রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল। চতুর্থ বারের মত আন্তর্জাতিক এই প্রদর্শনীর আয়োজন করেছিল স্যাভর ইন্টারন্যাশনাল।

প্রদর্শনীর পাশাপাশি একই স্থানে ভূমিকম্পরোধী আধুনিক নির্মাণপ্রযুক্তি ও ব্যবস্থাপনার উপর আন্তর্জাতিক সেমিনার ও আলোচনায় বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ-সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ টেকসই ও নিরাপদ নির্মাণসামগ্রী, প্রযুক্তিপদ্ধতি, আধুনিক নির্মাণযন্ত্র ইত্যাদি প্রদর্শন করে। সেই সঙ্গে সিমেন্ট-কংক্রিট, ইকোব্রিক স্টিল ও মেটাল ফেব্রিকেশন, দরোজা-জানালা, অগ্নিনিরাপত্তা ও নির্বাপণ যন্ত্র, স্টিল, বিল্ডিং নির্মাণ কাজে ব্যবহৃত যানবাহনসহ বিভিন্ন প্রকার রংও প্রদর্শিত হয়েছে। এ ছাড়াও রিনিউয়েবল এনার্জি পাওয়ার-জোন ২০১৯, ওয়াটার ম্যানেজমেন্ট শো ২০১৯, এবং সেইফ এইচভিএসিআর ১৯ শিরোনামে আন্তর্জাতিক প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।

ছবি: সেইফকন ২০১৯
0