বাংলাদেশে গ্লোবাল অটো রিফিনিশ ব্র্যান্ড চালু করেছে নিপ্পন পেইন্ট


বিশ্বের অন্যতম পেইন্ট কোম্পানি হিসেবে বাংলাদেশের অটো রিফিনিশ বাজারে প্রবেশ করেছে নিপ্পন পেইন্ট। বিশ্বব্যাপী অটো রিফিনিশ পণ্য তৈরির দক্ষতা এবং এর অত্যাধুনিক জাপানিজ প্রযুক্তি বাংলাদেশের বাজারে অটো রিফিনিশ পণ্যের চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদী প্রতিষ্ঠানটি।

নিপ্পনের মহাব্যবস্থাপক চেন লি সিয়ং বলেন, ‘গ্রাহকদের কাছে নিপ্পন পেইন্ট অটো রিফিনিশ পণ্যের অতুলনীয় গুণমান প্রকাশ করার পাশাপাশি বাংলাদেশে অটো রিফিনিশ বাজারের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করাই আমাদের লক্ষ্য। আমাদের বৈশ্বিক দক্ষতা এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এমন একটি নিরবচ্ছিন্ন এবং সমৃদ্ধ অভিজ্ঞতা প্রদান করতে চাই, যা গুণমান ও পরিষেবার নতুন মান স্থাপন করবে।’

আরো পড়ুনঃ স্থাপত্যে বার্জার অ্যাওয়ার্ডের ১১তম আসর উদ্বোধন

লি সিয়ং বলেন, ‘নিপ্পন পেইন্টের সঙ্গে বাংলাদেশের অটোমোবাইল রিফিনিশ বাজারও অগ্রগতির পথে দ্রুত এগিয়ে যাবে এবং রঙের বাজারে নতুন এক মানদণ্ড স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি।’

নিপ্পন পেইন্ট এখন থেকে বিভিন্ন এক্সক্লুসিভ স্টোরের মাধ্যমে বাংলাদেশের বাজারে অটো রিফিনিশের বিভিন্ন ধরনের পেইন্ট ও পেইন্ট–সহায়ক পণ্য সরবরাহ করবে।

0