ঘর ঠান্ডা রাখতে কি করবেন?
ঘর শীতল রাখতে আমরা এয়ারকন্ডিশনার ব্যবহার করি। কিন্তু এ ছাড়াও ঘরের মধ্যে তথা বাসাবাড়ী স্বাভাবিক ভাবে ঠা-া রাখতে কী কী করা দরকার তা একটু খতিয়ে দেখা যাক।
১. ঘর ঠান্ডা রাখার জন্য ঘরে ভেন্টিলেশন সাপোর্ট থাকা খুব প্রয়োজন।
২. ঘরের ভেতর গাছের ব্যবহার করা যেতে পারে (ইন্ডোর প্লান্ট)। গাছ ঘরের ভেতরে যে তাপ তা শোষণ করে ঘর ঠান্ডা রাখে।
৩. ঘরের যেদিকে বেশী রোদ পড়ে সেদিকের জানালায় আলোকনিরোধী কাঁচ ব্যবহার করা যায় বা জানালার কাঁচগুলোতে সাদা রঙ করে দেয়া যেতে পারে।
৪. কিছু ওয়েদার পেইন্ট দেয়ালে ব্যবহার করলে তা দেয়ালের তাপমাত্রা কমাবে। দেয়ালে হালকা রঙের ব্যবহারও ঘর শীতল রাখে।
৫. ব্যবহার করা যায় সানপ্রটেক্টর রঙও। গরম শুরু হওয়ার আগেই বাইরের দেয়ালে ও ছাদে এই রঙের প্রলেপ দিয়ে নেয়া যায়। তাতে করে ছাদ সহজে গরম হবে না।
৬. গরমের দিনে ট্যাংকের পানি ঠা-া রাখার জন্য যাতে সূর্র্যের আলো সরাসরি ট্যাংকে না পড়ে সেই ব্যবস্থা করতে হবে।
৭. ঘর ঠান্ডা রাখতে বাথরুম ও রান্নাঘরে এ্যাগজাস্ট ফ্যান ব্যবহার করতে হবে। এ্যাগজাস্ট ফ্যান ঘরের ভেতরের গরম বাতাস বাইরে বের করে দেয়, তাহলে আর রান্নাঘরের গরম বাতাস অন্য ঘরগুলোকে গরম করতে পারে না।
৮. খোলামেলা জায়গায় ইলেক্ট্রিক গ্যাজেট রাখলে তাতেও ঘরের তাপ খানিকটা কম অনুভূত হয়।
৯. রাতের বেলা অপ্রয়োজনে বাতি জ্বালিয়ে না রাখা ভালো। ছোট স্পট লাইট, ল্যাম্পশেড, হিডেন লাইট এসব ব্যবহার করা যেতে পারে।
টেবিল ফ্যানের সামনে অথবা সিলিং ফ্যানের নিচে একটি বড় বাটি বা গামলায় ঠা-াপানি বা কিছু বরফের টুকরা রেখে ফ্যান চালালে তাতেও ঘরের তাপমাত্রা অনেকটাই কমে যায়।
0