বুর্জ খলিফাঃ ভিতর-বাহির


বুর্জ খলিফার বাংলা অর্থ খলিফা টাওয়ার। বুর্জ খলিফা দুবাইতে অবস্থিত। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ান এর সম্মানে ভবণটির নাম রাখা হয় বুর্জ খলিফা। বুর্জ খলিফা বর্তমান বিশ্বে সর্বোচ্চ স্থাপনা। এর উচ্চতা ২৭১৭ ফুট বা ৮১৮ মিটার, যা প্রায় আধা মাইল দীর্ঘ। ভবনটির সর্বোচ্চ উচ্চতা থেকে প্রায় ৬০ মাইল দূর পর্যন্ত স্পষ্টভাবে দেখা যায়। ভবনটি ১৬০ তলা বিশিষ্ট যা দেখতে অনেকটা রকেটের মত। ভবনটির নীচ তলা থেকে সর্বোচ্চ তলার মধ্যে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য হয়।

ভবনটির নির্মাণ কাজ ২০০৪ সালে শুরু হয় এবং ২০০৯ সালে স¤পন্ন হয়। ২০১০ সালে বুর্জ খলিফা উদ্বোাধন করেন শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। এটা তৈরি করতে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। ভবনটির সামনে সুবিশাল ফোয়ারা নির্মাণেই খরচ হয়েছে প্রায় ১৩৩ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। ১০৪৪টি এপার্টমেন্ট আছে ভবনটিতে, সঙ্গে ১০৬ কামরা বিশিষ্ট তারকা হোটেলÑ আরমানি, এছাড়াও আছে কর্পোরেট শুট এটমসফেয়ার রেস্তরা। দর্শকদের জন্য ১২৪ তালায় আছে পর্যবেক্ষণাগার। আছে দুইটি সুইমিং পুলÑ একটি ৪৩তম তালায়, আর একটি ৭৬তম তালায়। ভবনটিতে সংস্থাপিত কোনো কোনো লিফটের গতিবেগ ঘন্টায় প্রায় ৬৪ কিলোমিটার।

ভবনটির সবচেয়ে আলোচিত বিষয় হলো ভবনটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে ভূমিকম্প বা অন্য কোনো কারণে যেকোনো দিকে ভবনটি ১.৫ মিটার মুভ করতে পারে।

উচ্চতা ছাড়াও ইঞ্জিনিয়ারিং বিস্ময় বুর্জ খলিফা অনেক রেকর্ড গড়েছে।
যেমন-
বিশ্বের সর্বাধিক তলাবিশিষ্ট ভবন (১৬০ তলা)
সর্বোচ্চ আবাসন (১০৮ তলা পর্যন্ত)
বিশ্বের দীর্ঘতম এলিভেটর (৫০৪ মিটার)
বিশ্বের উচ্চতম মসজিদ (১৫৮ তলায়)
বিশ্বের উচ্চতম সুইমিং পুল (৭৬ তলায়)
বিশ্বের উচ্চতম পর্যবেক্ষণ ডেক (৪৪২ মিটার উঁচু)
বিশ্বের উচ্চতম নাইট ক্লাব
বিশ্বের দ্রুততম লিফট (ঘন্টায় ৬৪ কিলোমিটার গতিসম্পন্ন)

ভবনটির আর্কিটেক্ট: আদরিন স্মিথ, উইলিম এফ, বাফের, জর্জি জে ইফসটাথিও এবং মার্শালা স্ট্রাবালা
ভবনটির মালিক: Emaar Properties

0