দেশে সবচেয়ে বড় স্যানিটারি বাজার ঢাকার সিদ্দিক বাজারে (আলু বাজারে)


বাংলাদেশের সবচেয়ে বড় স্যানিটারি বাজার ঢাকা শহরের সিদ্দিক বাজরে অবস্থিত। সিদ্দিক বাজারের আরেক প্রচলিত নাম আলুবাজার। এই বাজারে চাহিদার তুলনায় স্যানিটারি সামগ্রীর সরবরাহ প্রচুর, আর এ কারণে দাম ক্রেতাদের ক্রয়সীমার মধ্যেই।

সিদ্দিক বাজারের স্যানিটারি বাজার মূলত এসব সামগ্রীর পাইকারি বাজার। এ বাজারের মূল ক্রেতা জেলা-উপজেলা শহরের স্যানিটারি ব্যবসায়ীরা, তবে খুচরা ক্রেতারাও যেতে পারেন অনায়াসে। ঢাকা শহর তো বটেই, ঢাকার বাইরে থেকেও অনেক খুচরা ক্রেতা প্রতিনিয়ত এখানে আসেন। অবাক করা ব্যাপার স্যানিটারি সামগ্রীর সারা দেশে যত চাহিদা তার ৬০ থেকে ৬৫ ভাগ এখান থেকেই সরবরাহ করা হয়! দেশি-বিদেশী সব কোম্পানির পণ্যই এখানে পর্যাপ্ত। তবে দেশীয় সামগ্রীর গুণগত মান উন্নত হওয়ার কারণে এবং এর মূল্য সহনীয় পর্যায়ে থাকার কারণে ক্রেতাদের কাছে এর চাহিদা দিন দিন বাড়ছে; আর শুধু গুণগত মান নয়, এর নান্দনিকতা ও ফিনিশিংয়েরও আছে আলাদা বৈশিষ্ট্য। আর এ কারণে ধীরে ধীরে দেশীয় সামগ্রীরও এক চেটিয়া বাজার তৈরি হচ্ছে।  তবে যাবতীয় ফিটিংসের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে বাথরুম ফিটিংস সামগ্রী।

নবাবপুরের সিদ্দিক বাজার বা আলু বাজার বাংলাদেশে স্যানিটারি ফিটিংসের সবচেয়ে বড় মোকাম। বর্তমানে এখানে এ সংক্রান্ত দোকান আছে দুই হাজারের মত। এখানে প্রতি সাপ্তায় ১০০ কোটি টাকার উপরে স্যানিটারি সামগ্রী বিক্রি হয়। মার্কেটটির সাপ্তাহিক বন্ধ প্রতি শুক্রবার, আর আধাবেলা বন্ধ থাকে শনিবার। ঢাকায় সিদ্দিক বাজার (আলু বাজার) ছাড়াও বাংলা মটর, বাড্ডা ও মিরপুরে পর্যাপ্ত স্যানিটারি সামগ্রী পাওয়া যায়।

0