ডিজিটাল আর্কিটেকচার নিয়ে এলআইসিটির বিশেষ সেমিনার অনুষ্ঠিত
‘ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার’-এর ওপর বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল এ সেমিনারের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) প্রকল্প। সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সেমিনারটিতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচারের সুবিধা হলো: নাগরিককেন্দ্রিক উন্নততর প্রশাসন, সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং সহযোগিতা, কম খরচে স্মার্ট সেবা প্রদান, আইসিটি পণ্যের মান নির্ধারণ ও অংশগ্রহণমূলক পরিষেবা, অবকাঠামো এবং পরিষেবার পুনর্ব্যবহার ইত্যাদি। এলআইসিটি প্রকল্প প্রতিটি সরকারি অফিসে ‘বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার’ চালুর চেষ্টা করছে এবং এ সেমিনারটি তারই অংশ।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. পল্লব সাহা, চিফ আর্কিটেক্ট, ওপেন গ্রুপ এবং সহলেখক, ইন্ডিয়া এন্টারপ্রাইজ আর্কিটেকচার।
স্বাগত বক্তব্য রাখেন পার্থপ্রতিম দেব, নির্বাহী পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। ধন্যবাদ জ্ঞাপন করেন মো. রেজাউল করিম, প্রকল্প পরিচালক, এলআইসিটি।
বাংলাদেশ ডিজিটাল আর্কিটেকচারের ওপর সম্যক ধারণা দেন তারিক এম বরকতুল্লাহ, পরিচালক, ন্যাশনাল ডাটা সেন্টার।
সেমিনারে সভাপতিত্ব করেন তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব জিয়াউল আলম। —বিজ্ঞপ্তি
0