পূর্বাচলে ’দ্য বোট’(শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম)
মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম-সহ অন্যান্য স্টেডিয়ামের আসন সংখ্যা দর্শকদের তুলনায় নগণ্য । স্টেডিয়ামের আসন সংখ্যার এই অভাব ঘোচাতে পূর্বাচলে নির্মাণ হতে যাচ্ছে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আগামী শীতে নির্মাণ কাজ শুরু হতে যাওয়া এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা হবে ৫০-৬০ হাজার। এ বছরের এপ্রিল মাসেই নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল। সেটা পিছিয়ে এখন সামনের শীতেই কাজ শুরু হবে বলে জানা গেছে।
এ বছর এপ্রিল মাসে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রকল্প ইমপ্লিমেন্টের প্রথম সভায় সিদ্ধান্ত নেয়া হয় চলতি মাসেই স্টেডিয়ামের জমি নির্ধারণের কাজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আসছে নভেম্বরে শুরু হবে প্রাথমিক দৃশ্যমান কাজ। প্রত্যাশিত সময়ের চেয়ে দেরিতে শুরু হলেও বিসিবি সূত্রে জানা যায় প্রকল্প শুরু হওয়ার দুই বছরের মধ্যেই স্টেডিয়াম নির্মাণের কাজ শেষ করতে চান তাঁরা। বিসিবি ইতোমধ্যে একটি কনসেপ্ট ড্রয়িং করেছে।
অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ স্টেডিয়ামটির নামকরণ করা হবে, ’দ্য বোট-শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম’। ক্রিকেট একাডেমি থেকে শুরু করে, ইনডোর, সুইমিং পুল ও জিমনেসিয়াম সহ আনুষঙ্গিক অন্যান্য সুযোগ সুবিধাও থাকবে স্টেডিয়ামটিতে।
0