ভালো ইট-মন্দ ইট চেনার সহজ উপায়


১. পি উব্লিউ ডি এর সিডিউল অনুযায়ী একটি ইটের আদর্শ মাপ ৯.৫” × ৪.৫” × ২.৭৫” ।

২. ইটের কোণ ও কিনারাগুলো সুক্ষ ও তীক্ষ্ন হলে এটি ভালো ইট।

৩. একটি ভালো ইট ভেঙে টুকরা করলে সব টুকরাগুলোর রং দেখতে একই রকমের হবে।

৪. ভালো ইটের বাহিরের চারপাশ সমতল (ফাটলমুক্ত) ও মসৃণ হবে।

৫. দুই হাতে দুইটি ইট ধরে একটি ইট দিয়ে আরেকটিকে আঘাত করলে যদি ধাতব শব্দ উৎপন্ন হয়, তবে তা ভালো ইট।

৬. একটি ইটের উপরে আরেকটি ইট ইংরেজি ‘টি’ (T) এর মত করে রেখে ৫ ফুট উপর থেকে ফেলে দিলে যদি ভেঙে না যায় তাহলে ইটটি ভালো, আর ভেঙে গেলে সেটি খারাপ ইট।

৭. ইটের গায়ে নখের আঁচড় কাটার মত করলে তাতে যদি আঁচড় পড়ে তাহলে বুঝতে হবে ইটটি ভালো না।

৮. কোনো পাত্রে পানির মধ্যে ইট ভিজানো হলে সেখানে বুদবুদ সহকারে কিছু পরিমাণ পানি শোষণ করে নিলে ও পানি ঘোলাটে হলে বুঝতে হবে সেটি ভালো ইট নয়।

 

0